প্রবাস ডেক্স:
বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৫ বছর উদযাপন ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ২৬ ,২৭ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল।
বাংলাদেশ ডে প্যারেড উদযাপনের লক্ষ্যে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় স্থানীয় বারব্য্যাক চার্চ অব সাইন্টোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাপোর্ট এন্ড এপ্রিসিয়েশন নাইট। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলসের ২৯ নিবন্ধিত সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
প্যারেডটি প্রতিবছর লিটল বাংলাদেশের থার্ড স্ট্রিট ও নরমেন্ডি এভিনিউ থেকে শুরু করে ভারমন্ট হয়ে ভার্জিল মিডল স্কুলের মাঝে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ও আমেরিকার পতাকা শোভিত ঘোড়ার গাড়ি, জাতীয় স্মৃতিসৌধ, স্ট্যাচু অব লিবার্টি ও পদ্মসহ নানা জিনিস নিয়ে প্যারেডে অংশ নেন প্রবাসীরা।
প্রতি বছরের ন্যায় এবছরও দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করবে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস।
বিভিন্ন ব্যক্তি এবং প্রবাসী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজের পোষাক, বাংলাদেশের পতাকা, দেশীয় নানা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পোষাক, গ্রামীণ নানা উপকরণ নিয়ে হাজির হন প্যারেডে। থাকে ঐতিহ্যবাহী দেশীয় খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স ও বাচ্চাদের নিয়ে নানা আয়োজন।