• ঢাকা
  • বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৩২
  • ১ কার্তিক, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / প্রবাস

সাংবাদিক জুয়েল সাদতকে জালালাবাদ এওয়ার্ড প্রদান

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
সাংবাদিক জুয়েল সাদতকে জালালাবাদ এওয়ার্ড প্রদান ই-পেপার/প্রিন্ট ভিউ

লস এনজেলস এ জুয়েল সাদত সম্বর্ধিত ও জালালাবাদ এওয়ার্ড লাভ


ডেস্ক রিপোর্ট : 

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালির্ফোনীয়া এর উদ্যেগে গত ১ লা আগস্ট উত্তর আমেরিকার সাংবাদিক ও কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত কে সম্বর্ধনা ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় “জালালাবাদ এওয়ার্ড”  প্রদান করা হয়।

লস এনজেলস এর হলিউড রেস্টুরেন্টে রাত ৯ টায় জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত বিশেষ সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ মোনিম।

জালালাবাদ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় সভায় জুয়েল সাদতকে ফুল দিয়ে স্বাগত জানাব মোহাম্মদ মোনিম, নাসির সৈয়দ জেবুল ও লায়েক আহমদ। সভার শুরুতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালির্ফোনীয়া এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসির সৈয়দ জেবুল কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত এর পরিচিতি তুলে ধরেন। নাসির জেবুল বলেন,  উত্তর আমেরিকায় বসবাসরত সিলেটের সাংবাদিক জুয়েল সাদত ২৬ বছর বয়সে  সিলেট বিভাগের আনসার ভিডিপির বিভাগীয় গনসংযোগ সহকারী কর্মকর্তা হিসাবে যোগ দিয়ে আলোচিত হন। জুুয়েল সাদত ফোবানা সহ উত্তর আমেরিকার নানা শহরের কমিউনিটির সাথে জড়িত। নাসির জেবুল আরো জানান, জুয়েল সাদতকে নিয়ে সিলেট বাসী গর্ব করতে পারে। 

তিনি কোটা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশী সক্রিয় ছিলেন। জুয়েল সাদত কোটা বিরোধী আন্দোলনে তার নিজের শহরে বড় আকারের প্রতিবাদ সভা করেছেন।জুয়েল সাদত কে ঘিরে উষ্ণ সম্বর্ধনায় সভায় জালালাবাদ এসো অব ক্যালির্ফোনীয়া এর অন্যতম অতিথি  ছিলেন ফোবানার ভেটারান সদস্য ডক্টর জয়নাল আবেদীন ।

ডক্টর জয়নাল আবেদীন বলেন, আমি আপনাদের সিলেটের বাসিন্দা নই, কিন্তুু জুয়েল সাদত কে ঘিরে অনুস্টানে এসেছি উনাকে স্বাগত জানাতে। জুয়েল সাদত একজন সম্মানিত সাংবাদিক ও লেখক।  খুবই ডেডিকেটেড।  পাশাপাশি জুয়েল সাদত ফোবানার একজন আইকন। 


বক্তব্য রাখেন লস এনজেলস এর ২৭ সংগঠনের ফেডারেশন “বাফলার “ সাবেক সভাপতি নজরুল আলম, সিপার চৌধুরী ও জসিম  আশরাফি। জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালির্ফোনীয়ার নেতৃবৃন্দ  এর মধ্যে বক্তব্য রাখেন, বদরুল আলম মাসুদ, মাহতাব আহমদ, ফেরদৌস খান, আবুল হাসনাথ রায়হান, লায়েক আহমদ, নাসির সৈয়দ জেবুল ও বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ হান্নান প্রমুখ।


অনুষ্টানের সম্বর্ধিত অতিথি জুয়েল সাদত বলেন, এখানে রাত সাড়ে দশটায় এত সুধিজন আমার জন্য বসে আছেন, আমি খুবই সৌভাগ্যবান। সবাইকে ধন্যবাদ জানাই। আজ মন ভারাক্রান্ত, ছাত্ররা মারা যাচ্ছে, একটা জেনোসাইড বাংলাদেশে চলমান। বাংলাদেশটা কিউবা ও নর্থ কোরিয়ার পর্যায়ে চলে গেছে।  পুলিশ গুলি করে মানুষ মারছে। ভাষা আন্দোলনে ২৬ জন, এরশাদ বিরোধী আন্দোলনে মিলন নুর হোসেন মারা গেলেও আজ ৩০০ জন এর মৃতদেহের উপর সরকার চলছে।  আপনারা জেনে রাখবেন, আর ৪৮/৭২  ঘন্টার মধ্যই সমাধান হবে। মানুষের আহাজারী আল্লাহ সহ্য করবেন না। জুয়েল সাদত আরো বলেন, আমরা সিলেটবাসী গত ১৫ বছর বৈষম্যের স্বীকার, সিলেটে  কোন উন্নয়ন হয় নাই। ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সিলেটে পর্যাপ্ত সহযোগীতা পায় নাই। সিলেটের বন্যায় আমরা ২৬ লাখ টাকা পাই। এক সময় সরকার সিলেটিরা চালাত।  আমাদের সিলেটের ১ এর  এম পি  মোমেন সাহেব কোন কিছুই করেন নাই, সিলেট বঞ্চিত ও বৈষম্যের স্বীকার।  সব গুলো জালালাবাদ এসোসিয়েশন এক হয়ে আমাদের সিলেটের উন্নয়নে চাপ প্রয়োগ করতে হবে। ঢাকার কেন্দ্রীয় জালালাবাদ চাইলে অনেক কিছু করতে পারত। আমাদের সিলেটের জাতীয় নেতার অভাবে  বৈষম্যের স্বীকার। আসুন আমরা সোচ্চার হই।


সভাপতির বক্তব্যে  মোহাম্মদ মোনিম বলেন, জুয়েল সাদত ভাইকে ধন্যবাদ, আমাদের সময় দেবার জন্য। জালালাবাদ এসো: অব ক্যালির্ফোনীয়া সব সময় চেষ্টা করে সিলেটের গর্বিত সন্তানদের মুল্যায়ন করার ।  আজ আমরা উত্তর আমেরিকার কমিউনিটিতে ডেডিকেটেড কনট্রিবিউশন ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় “জালালাবাদ এওয়ার্ড “প্রদান করছি জুয়েল সাদতকে।


সভার শেষ পর্যায়ে জালালাবাদ এসো অব ক্যালীফর্নীয়া সকল সদস্যরা জুয়েল সাদতকে” জালালাবাদ এওয়ার্ড” এর ক্রেষ্ট  প্রদান করেন।  পরে রাতের ডিনারের পরিবেশন করা হয়।


প্রবাস

সারাবাংলা

আরও পড়ুন