টানা চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার রাত পর্যন্ত থামেনি। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে চেঙ্গী, মাইনি, ফেনী নদীর পানি বেড়ে গিয়ে খাগড়াছড়িসহ ৯টি উপজেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে। অনেক ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলায় ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ।