• ঢাকা
  • বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ , সকাল ১১:১৫
  • ১ কার্তিক, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

কাজিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
কাজিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ ই-পেপার/প্রিন্ট ভিউ

এনামুল হক কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমাণ্য করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার  গান্ধাইল দক্ষিন পাড়ায় এল জিই ডি, নির্মানাধীন ওই রাস্তায়  ঠীকাদার স্থানীয় ১১ব্যক্তির উপর  আদালত ১৪৪ ধারা  জারি করে। কিন্তু তারা পরস্পর যোগসাজসে আদালতের আদেশকে আমাণ্য করে   দক্ষিন পাড়া বড় বাড়ি হতে পর্বদিকে পাকা রাস্তা পর্যন্ত   নির্মানাধীন পাকা রাস্তার কাজ চালু রেখেছে।  ওই রাস্তার মাঝপথে ১৬৯৫ নং খতিয়ানের ৫৮৪৫ নম্বর দাগের জমির মালিক  চানমিয়া হাজি অভিযোগ  করে জানান, স্থানীয় মৃত  আব্দুল  হামিদের পুত্র আব্দুল হালিম সহ ১১ ব্যাক্তি ঠীকাদারের সাথে যোগসাজসে  রাস্তা নির্মাণকাজ করতে থাকে। তারা  পাশ্ববর্তী  জমি ছেড়ে দিয়ে তার  পাকা বাড়ির বারান্দা ভেঙ্গে  ফেলে রাস্তা নির্মান শুরু করেন। বাঁধা দিলে  উল্টো  চান হাজীকে নানা প্রকার  হুমকি-ধামকি প্রদান করা হয়।  পরে চাঁন হাজি  সুবিচার চেয়ে  অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সিরাজগঞ্জে গত ১০ জুন  ১৪৪ ধারার নিষেধাজ্ঞা  মামলা দায়ের করলে আদালত তা মঞ্জুর করে।  চাঁন  হাজির অভিযোগ, কিছুদিন কাজ বন্ধ রাখার পর  প্রতিপক্ষরা আবারো  ১৪৪ ধারা অমান্য করে  রাস্তা নির্মাণের কাজ করেছে।  তিনি এ ঘটনার তদন্ত করে  সুবিচার চেয়েছেন। 

সোর্স : এ/ জে


বাংলাদেশ

আরও পড়ুন