ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ৩১ জুলাই বুধবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪।
শেরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টার দিকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা মৎস্যবীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক সন্তোষ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার।
আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরে আলম সানি, মহিলা ভাইস চেয়াররম্যান মোছা. শিখা খাতুন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মিঠুন হোসেন, আশিকুর রহমান তারেক, আলাল গ্রুপের প্রতিনিধি মৌসুমী রহমান মিথুন, নারিশ প্রতিনিধি সহ প্রমুখ। এছাড়াও সাংবাদিক রাশেদুল হক, শফিকুল ইসলাম শরীফ, আরিফুজ্জামান হীরা সহ মৎসজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উলিপুরের শাজাহান আলী রানা, ভাদড়া গ্রামের মিঠুন হোসেন, জুয়ানপুর গ্রামের শাখাওয়াত হোসেন ও মির্জাপুর গ্রামের আব্দুস সাত্তারকে পুরস্কার প্রদান করা হয়। পরে দুপুর দেড়টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শহর তলীর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পুকুরে প্রধান অতিথি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।