• ঢাকা
  • বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ , সকাল ১১:১১
  • ১ কার্তিক, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নতির জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন :এমপি বাঁধন

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নতির জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন :এমপি বাঁধন ই-পেপার/প্রিন্ট ভিউ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশে বর্তমানে মৎস্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যের উৎপাদন বৃদ্ধি সহ মৎস্য সম্পদকে উন্নতির দিকে এগিয়ে নিতে সকলপ্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন। এক্ষেত্রে মৎস্যচাষীদের অবদান অনস্বীকার্য। গত ৩১জুলাই বুধবার দুপুরে দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এ কথাগুলো বলেন।    
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মকছেদ আলী প্রামানিক (চঃদাঃ), মৎস্য চাষী শাহীদুর রহমান কয়েন, আমিনুল ইসলাম পলাশ, মাছের খাদ্য ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ। উদ্বোধনী সভার পূর্বে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ এবং উপজেলা পরিষদের পুকুরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন। শেষে মৎস্যক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে ৪জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


বিনোদন

আরও পড়ুন