স্পোর্টস ডেস্ক: ক্যালিফোর্নিয়ার উডলি ক্রিকেট পার্কে ৮ দলের অংশগ্রহনে পর্দা উঠলো বহুল প্রত্যাশিত বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগ ২০২৪।
গত রবিবার স্থানীয় সময় সকাল ৯ টায় উডলি ক্রিকেট গাউন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠানিত হয়। টুর্ণামেন্টের উদ্ধোধনী ম্যাচে রুথলেস গ্লাডিয়েটরস কে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নেয় ক্যালিফোর্নিয়া ইগল। এছাড়া খেলার প্রথম রাউন্ডে চারটি পৃথক মাঠে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এবারের আসরে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পন্সরে অংশ নেয়া বাংলাদেশী শিক্ষার্থীদের টিম রুথলেস গ্লাডযেটরস।
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সিটির বাংলাদেশী ক্রিকেটারদের পাশাপাশি বিদেশী ক্রিকেটাররাও অংগ্রহন করেন।
টুর্ণামেন্টে অংশগ্রহণ নেয়া ৮টি দলের গ্রুপ "এ" তে বেঙ্গল ইলেভেন, এল এ বাংলা ইউনিক, নোহো টাইটানস, এসএফ ওয়ারিয়র্স & গ্রুপ "বি" তে বেঙ্গল ওয়ারিয়র্স, ক্যালিফোর্নিয়া ঈগলস, রুথলেস গ্ল্যাডিয়েটর্স এবং সিলেট কনকোয়েরার্স।
টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলের খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার তিনশতাধিক ক্রিকেট ভক্ত উপস্থিত ছিলেন।