• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১১:২০
  • ২৮ ভাদ্র, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গলায় হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
গলায় হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ ই-পেপার/প্রিন্ট ভিউ

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর:

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে গলায় হাতে শিকল বেঁধে প্রতিকী প্রতিবাদ করতে দেখা গেছে। এ সময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টার দিকে রামগঞ্জ পৌর শহরর সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করে শতাধিক আন্দোলনকারী।

মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে ‘আমার ভাই মরলো কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়।

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলা প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্য বিরোধী আন্দোলনের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।’


বাংলাদেশ

আরও পড়ুন