• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ০৯:১৩
  • ২৮ ভাদ্র, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / ধর্ম

জানাজার নামাজ

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
জানাজার নামাজ ই-পেপার/প্রিন্ট ভিউ

মৃত্যুর পর মৃতব্যক্তির জন্য মানুষ যে নামাজ পরে তাকেই জানাজার নামাজ বলে। জানাজা নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। মৃতের জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার এবং অবশ্য পালনীয় ফরজ নির্দেশ। কোনো মুসলমান মারা গেলে তার জানাজা আদায় করা ফরজে কিফায়া।


জানাজার ফরজ

 

জানাজার নামাজের ফরজ ২টি। এক. চারটি তাকবির তথা আল্লাহু আকবার বলা। প্রতি তাকবির এক রাকাতের স্থলাভিষিক্ত। তবে এ নামাজে কোনো রুকু সেজদা নেই। দুই. জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। ওজর ছাড়া জানাজার নামাজ বসে পড়া জায়েজ নয়। আবার কোনো কিছুর উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।


জানাজার সুন্নত

 

এক. আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া। দুই. রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া। তিন. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। চার. জানাজার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নত। বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।
 


জানাজার নামাজের নিয়ম

 

জানাজার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে বা দলবদ্ধভাবে সংগঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে হয় চার তকবিরের মাধ্যমে। এ নামাজে কোনো রুকু সিজদা নেই। চার তাকবির দেয়ার পর সালাম ফেরানোর মধ্য দিয়ে এ নামাজ শেষ হয়। সাধারণত জানাজার নামাজের শেষে মুনাজাত বা দোয়া করতে হয় না। কারণ এ নামাজের মাধ্যমেই মৃতের জন্য দোয়া করা হয়। নামাজ শেষে আলাদা দোয়া করার প্রয়োজন নেই। জানাজা শেষে মৃতব্যক্তিকে যত দ্রুত সম্ভব কবরস্থ করার নির্দেশনা রয়েছে।
 
 


ধর্ম

আরও পড়ুন