• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ , রাত ০৩:০৩
  • ২০ অগ্রহায়ণ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / প্রবাস

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলসের অভিষেক অনুষ্ঠান

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলসের অভিষেক অনুষ্ঠান ই-পেপার/প্রিন্ট ভিউ


যুক্তরাষ্ট্র: 

২৯টি নিবন্ধিত বাংলাদেশী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলসের  ২০২৪-২০২৬ কার্যনির্বাহিী পরিষদের  নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর, ২০২৪ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্থানীয় অভিজাত মিলনায়তনে অভিষেক অনুষ্ঠিত হয়। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সমবেত কণ্ঠে বাংলাদেশ ও যু্ক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাফলা পরিবেশনের মাধ্যমে  অভিষেক  অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন ২০২৪-২০২৬ কার্যনির্বাহিী পরিষদ।

অভিষেক অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রুশনি আলম, সহসভাপতি মোহাম্মদ আহসান, কার্যনির্বাহী কমিটির নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ,  অর্থ সম্পাদক মো: আশরাফ হসাংগঠনিক সম্পাদক রফিকুল হক,  পাবলিক রিলেশন সম্পাদক মিজানুল কবীর ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান।

এসময় অভিষেক অনুষ্ঠান শেষে নৈশভোজ সহ উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন নব নির্বাচিত কমিটির  সদস্যরা।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বাফলার সাবেক সভাপতিবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মিঠুন চৌধুরীর উপস্থাপনায় দশর্ক ও শ্রোতাদের বাধভাঙ্গা উল্লাস আর নাচ-গানে মুখরিত হয় বাফলকা অভিষেক অনুষ্ঠান।  দর্শকদের অনুরোধে একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান, বাফলার সাবেক সভাপতিবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় লস এঞ্জেলসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত কমিটির সভাপতি রুশনি আলম।

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস  (বাফলা) এর মাধ্যমে লস এঞ্জেলসে সকল সংগঠনের মাঝে সেতু বন্ধন  তৈরী হবে বলে প্রত্যাশা করেন কমিউনিটির বিশিষ্টজনেরা।।


প্রবাস

বাংলাদেশ

আরও পড়ুন