• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ , রাত ০২:৪৬
  • ২০ অগ্রহায়ণ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / প্রবাস

জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া সাধারণ সভা

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া সাধারণ সভা ই-পেপার/প্রিন্ট ভিউ



১৮ই আগস্ট, রবিবার স্থানীয় সময় দুপুর  ২ ঘটিকা বৃহত্তর সিলেটের সুপ্রাচীন সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইন্ক’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


উডল্যান্ড হিলসের শালিমার রেস্টুরেন্টে বর্তমান-সাবেক কমিটির কেবিনেটবৃন্দ এবং সম্পাদক মন্ডলী ও সিলেটি প্রবাসী বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সংগঠনের সভাপতি জনাব আব্দুল মুনিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায় সদ্য অনুষ্ঠিত ‘জালালবাদ স্টুডেন্ট এওয়ার্ড সেরিমনী ২০২৪’ অত্যন্ত সুষ্টু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অনেকেই ধন্যবাদ বক্তব্য রাখেন এবং কন্ঠ ভোটে সংবিধান আ্যমেন্ডমেন্ট বিল পাশ করা হয়। 

সংশেধনীতে এখন থেকে পঁচিশ(২৫) সদস্য বিশিষ্ট তিন(৩) বছর মেয়াদকালীন কেবিনেট হবে, এবং জালালাবাদ চ্যারিটি এক্টিভিটিজ পরিচালনা করার জন্য তিন(৩) বছর মেয়াদি এগারো(১১) সদস্য বিশিষ্ট ‘জালালাবাদ চ্যারিটি কমিটি’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে।


এই কমিটির মাধ্যমে অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে ক্যালিফোর্নিয়া এবং দেশে সকল ধরনের যেমন দরিদ্র পরিবার, মেধাবী গরীব শিক্ষার্থী এমনকি দেশের যেকোনো এলাকায় কোনো দুর্যোগকালীন সময়ে সকল ধরনের সাহায্য পরিচালনা করা সম্ভব। সংগঠনে আজীবন সদস্য বাড়ানো এবং তাদের ফান্ড বিনিয়োগের পরিকল্পনা গৃহীত হয়।


এছাড়াও আগামী ৮ই সেপ্টেম্বর বার্ষিক বনভোজনকে কিভাবে আরো আকর্ষণীয় ও আনন্দময় করে উদযাপন করা যায় সে ব্যাপারে আলোচনা ও পদক্ষেপ গহন করা হয়।


পরিশেষে সম্প্রতি দেশের কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মৌলানা আসাদ সাহেব।


প্রবাস

বাংলাদেশ

আরও পড়ুন