• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১১:০৮
  • ২৮ ভাদ্র, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

মোবাইল ইন্টারনেটের চাহিদা বাড়ছে

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
মোবাইল ইন্টারনেটের চাহিদা বাড়ছে ই-পেপার/প্রিন্ট ভিউ

কাজিপুর(সিরাজগঞ্জপ্রতিনিধিঃ কোটা আন্দোলনের কারণে চলমান সহিংসতার কবলে পড়ে বন্ধ ছিলো ইন্টারনেট সেবা। বিশ্ব থেকে পুরো দেশ অন্ধকারে ছিলো। তবে আবারো দেশজুড়ে ইন্টারনেট চালু হওয়ায় মোবাইল ফোন এবং ইন্টারনেট বিক্রির দোকানগুলোতে গ্রাহকদের ভিড় বেড়েছে। মঙ্গলবার (৩০ জুলাইদুপুরে কাজিপুর পৌরসভাসহ উপজেলার মেঘাইসোনামুখীশিমুলদাইড়ঢেকুরিয়াহরিনাথপুরসিমান্তবাজারের  মোবাইল ফোনের  লোডের দোকানগুলোতে ভিড় লক্ষ করা গেছে।

সংশ্লিষ্ট দোকানিরা জানিয়েছেনগত ১০ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর রবিবার বিকেল থেকে ইন্টারনেট সেবা  সচল হওয়ায় সেবা নিতে আসা গ্রাহকদের চাহিদা বেড়েছে।

সরেজমিন কাজিপুরের হাটবাজারগুলোতে ঘুরে একই চিত্র দেখা গেছে। গ্রাহকরা গ্রামীণরবিটেলিটকবাংলালিংকসহ বিভিন্ন ধরনের সিমে জিবি অফারগুলো কিনছে। কেউ কেউ আবার নতুন সিম কিনছে। কেউ কেউ আবার নতুন মোবাইল কিনছে।

মোবাইল ফোনে ইন্টারন্টে এর জিবি অফার কিনতে আসা মেঘাই বাজারের রাসেল মিয়া (৩২বলেন,  আমি একজন  ফ্রিলাঞ্চার  গত কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকায় আমি বেকার সময় কাটালাম। আজকে জিবি অফার কিনে নিলাম।

কাজিপুর উপজেলার সোনামুখী চৌরাস্তার   ইমন ইলেকট্রেনিক্সের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান,  গত ১০ দিন ইন্টারনেট বন্ধ থাকায় মানুষ টাকা পয়সা লেনদেন করতে পারেনি। এতে করে আমরাও লোকসানে ছিলাম। সবকিছু স্বাভাবিক হওয়ায়  এখন গ্রাহকদের চাহিদা বেড়েছে বেচাবিক্রিও বেশ ভালো।

 

 উল্লেখ্যগত ১৬ জুলাই থেকে ইন্টারনেটের ধীরগতি এবং  ১৮ জুলাই রাতে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়।  টানা ১০ দিন পর রবিবার (২৮ জুলাইবিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট


বাংলাদেশ

আরও পড়ুন