• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১১:০১
  • ২৮ ভাদ্র, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

গাজার স্কুলে ফের ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
গাজার স্কুলে ফের ইসরাইলের বিমান হামলা, নিহত ১২ ই-পেপার/প্রিন্ট ভিউ

গাজার স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার ( ২০ আগস্ট) সকালে গাজার মুস্তাফা হাফেজ স্কুলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা স্কুলের ভিতরে হামাস কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নেয়া হয়েছিল বলেও জানায় তারা।

এর আগে,সেনারা খান ইউনিস এলাকা থেকে  ছয় ইসরাইলি জিম্মির মৃতদেহ উদ্ধার করার ঘোষণা দিয়েছিল।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাস ২৫১ জনকে জিম্মি করে গাজায় আনে। এই ছয়জনও ছিলেন তাদের মধ্যে। ওই হামলায় প্রায় ১২শ ইসরাইলি নিহত হয়েছিলেন। 


Democracy

আরও পড়ুন