• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১০:৩৯
  • ২৮ ভাদ্র, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

প্যারিস অলিম্পিক এবার অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ

রিপোর্টার : দৈনিক বাংলা নগর
প্যারিস অলিম্পিক  এবার অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ ই-পেপার/প্রিন্ট ভিউ

আজকের জন বাণী ডেক্সঃ

 

আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরকুলি-মজুরকবিতার লাইনটাই হয়তো এখন মনে মনে জপছে ফরাসি ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা। কেননা ২০২২ কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামের এমবাপ্পে-গ্রিজম্যানদের টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে মেসিরা। ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরে আর্জেন্টিনা। 

gnews 

এছাড়াও গেল কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। সেই টুর্নামেন্টের সঙ্গে ফ্রান্সের কোনো সম্পর্ক না থাকলেও আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ মায়ামির রাস্তার ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করার সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অশালীন গান গায়। যদিও এমন কারে জন্য দুঃখ প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন। 

তবে সেটা যে এখনো ফরাসি সমর্থকরা ভুলতে পারেনি সেটা অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকে তাকালেই বুঝা যায়। নিজের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামে ওতামেন্ডির দল। সেই ম্যাচে মাঠের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল ছুড়ে ফরাসিরা। যার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে প্রায় ঘণ্টা দুয়েক। তাই সহজে অনুমান করা যায় এই ম্যাচে জয় পাওয়ার জন্য দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দিবে। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল বাংলাদেশ সময় ৮টায় মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স আর্জেন্টিনা। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে বিতর্কিত হারের পর ভালোভাবেই ঘুরে দাঁড়ায় মাশ্চেরানোর শিষ্যরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে - গোলের হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে দুইবারের স্বর্ণ জয়ী দল আর্জেন্টিনা। অপরদিকে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। 

নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডর বিপক্ষে দাপট দেখিয়ে - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ঘরের মাটিতে টুর্নামেন্ট হওয়ায় এই ম্যাচে আলবিসেলেস্তেদের চেয়ে এগিয়ে থাকবে ফরাসিরা। তবে আর্জেন্টাইনও যে ছেড়ে কথা বলবে না সেটাও সবারই জানা। যার কারণে ইতিমধ্যে এই ম্যাচকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কে হাসবে বিজয়ী হাসি তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা

 এ/জে

সোর্স : এ./জে


বাংলাদেশ

জাতীয়

আরও পড়ুন